Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় বিএসইসি’র চেয়ারম্যানকে ডিবিএর ধন্যবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ০০:০১

ঢাকা: শেয়ারের দরে ফ্লোর প্রাইস (লেনদেনে সর্বনিম্ন মূল্যসীমা) তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পুঁজিবাজার স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিএসইসি শেয়ার দরের ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলে ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিএসইসির চেয়ারম্যান এবং তার কমিশনকে এই ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

বিএসইসি কর্তৃক শেয়ার দরের ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার এই সিদ্ধান্তের ফলে বাজারের স্বাভাবিক লেনদেন ও গতি ফিরে আসবে বলে ডিবিএর প্রেসিডেন্ট বিশ্বাস করেন।

আগামীদিনে বাজারে ইতিবাচক ধারা অব্যাহত রাখতে জনাব সাইফুল বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান।

সারাবাংলা/জিএস/পিটিএম

ডিবিএ বিএসইসি চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর