Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইটি অবকাঠামোয় ম্যালওয়্যার প্রবেশের আশঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ০০:২৮

ঢাকা: তথ্য চুরি করতে দেশের আইটি অবকাঠামোয় ম্যালওয়্যার প্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে। কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে এ রকম আলামতও পাওয়া গেছে। এমন আশঙ্কার কথা জানিয়েছে দেশের সাইবার নিরপত্তায় কাজ করা সরকারি প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্ট।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সবাইকে সতর্ক থাকা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিডি ই-গভ সার্ট বলেছে, আইটি অবকাঠামো থেকে তথ্য চুরির ক্ষেত্রে ব্যবহৃত ম্যালওয়্যারগুলো সামগ্রিকভাবে ইনফো স্টিলার হিসেবে পরিচিত। এ ধরনের ম্যালওয়্যার আইটি অবকাঠামোয় লগ-ইনের তথ্য যেমন ব্যবহারকারীর নাম, আইডি, পাসওয়ার্ড ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে তা সাইবার অপরাধীদের কাছে পাঠায়। অপরাধীরা এসব তথ্য বড় ধরনের সাইবার আক্রমণের পরিকল্পনায় ব্যবহার করে।

বিজিডি ই-গভ সার্ট বলেছে, ব্যক্তি পর্যায়ে সংক্রমণের মাধ্যমে প্রতিষ্ঠানও এই ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারে। সম্প্রতি এ ধরনের ম্যালওয়্যার সংক্রমণের মাধ্যমে একাধিক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আক্রান্ত হওয়ার আলামত পাওয়া গেছে। বাংলাদেশে এ ধরনের ম্যালওয়্যারের অস্তিত্ব আশঙ্কাজনক হারে বাড়ছে।

ম্যালওয়্যারের আক্রমণ থেকে রক্ষা পেতে সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করা, অচেনা প্রেরকের কাছ থেকে প্রাপ্ত ইমেইলের সংযুক্তির বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করতে পরামর্শ দিয়ে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে বিজিডি ই-গভ সার্ট।

সারাবাংলা/ইএইচটি/টিআর

আইটি অবকাঠামো বিজিডি ই-গভ সার্ট ম্যালওয়্যার ম্যালওয়্যারের আশঙ্কা