ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকায় ট্রাক চাপায় মো. সজীব রহমান (২০) এক যুবক নিহত হয়েছেন। রাইদা পরিবহন বাসের চালক ছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ী গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
সজিবের বাবা মো. শাহ আলম জানান, তাদের বাসা যাত্রাবাড়ী গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পিছনে। সজিব রাইদা পরিবহন বাসের চালক ছিলেন। দুই ভাই দুই বোনের মধ্যে বড় ছিল সজিব। তার স্ত্রীর নাম নাজমা। তাদের এক ছেলে আছে।
তিনি আরও জানান, গতরাতে ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন সজিব। গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের সামনের রাস্তা পার হচ্ছিল। এসময় একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সজিবকে দ্রুত মনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাতে ওই যুবককে স্বজনরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান একটি ট্রাক তাকে চাপা দিয়েছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।