Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরীর গোসলের ভিডিও করে চাঁদা দাবি, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ১৯:২২

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে এক কিশোরীর (১৩) গোসলের ভিডিও করে দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অহিদ মোড়ল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ওই কিশোরীর বাবা বাদি হয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে অহিদ মোড়লসহ ২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

ওই কিশোরী একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। গ্রেফতার করা অহিদ মোড়ল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে। সে বিভিন্ন বাড়িতে দিনমজুরের কাজ করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ১৩ জানুয়ারি রাত ১টার দিকে ওই কিশোরীর বাড়িতে কে বা কারা দরজার সামনে একটি প্যাকেট রেখে যায়। কিশোরীর বাবা ওই প্যাকেটটি দেখতে পান। প্যাকেট খুলে তিনি দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে। তখন তিনি চিরকুটটি পড়ে দেখেন সেখানে লেখা আছে মেমোরি কার্ডেটি একজন মেয়েকে দেখবেন। এছাড়া ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যেকোন স্থানে একটি সাদা ব্যাগ থাকবে। ব্যাগের ভিতর একটা চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।

গত ১৪ জানুয়ারি সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন তার মেয়ের গোসলের ছবি ও ভিডিও রয়েছে।

তিনি চিঠির কথামত ১৮ জানুয়রি রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে আসেন। এসময় তিনিসহ অন্য লোকজন আশপাশে পাহারা দিতে থাকেন। কিছু সময় পর একটি লোক ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। পরে ধৃত অহিদ মোড়লকে থানা পুলিশের নিকট সোর্পদ করেন।

বিজ্ঞাপন

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অহিদ মোড়ল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এমও

গোসলের ভিডিও গ্রেফতার চাঁদা দাবি

বিজ্ঞাপন

অটোরিকশা সংকটের সমাধান কোথায়?
২৬ নভেম্বর ২০২৪ ১৮:৪৬

অভিনয় ছাড়তে চেয়েছিলেন অভিষেক
২৬ নভেম্বর ২০২৪ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর