Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্ষপথে বঙ্গবন্ধু স্যাটেলাইট, বুধবার থেকে আইওটি টেস্ট


২২ মে ২০১৮ ১৮:৩৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সফলভাবে নিজের কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’। কক্ষপথের ১১৯ দশমিক ১ ডিগ্রিতে অবস্থান নিশ্চিত হওয়ায় আগামীকাল বুধবার (২৩ মে) থেকেই শুরু হতে পারে স্যাটেলাইটের ‘ইন অরবিট টেস্ট’ বা আইওটি।

মঙ্গলবার (২২ মে) বিকেলে সারাবাংলা’কে এ তথ্য জানিয়েছেন স্যাটেলাইট প্রকল্পের পরিচালক মো. মেজবাউজ্জামান।

তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালেই অরবিটে পৌঁছেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। আগামীকাল (বুধবার) গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে আইওটি বা ইন অরবিট টেস্ট শুরু হতে পারে।’ আইওটি টেস্ট করতে এরই মধ্যে থ্যালাসের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে বলেও জানান তিনি। তবে আইওটি ২৪ তারিখ থেকেও শুরু হতে পারে বলে জানান মেজবাউজ্জামান।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘পুরো প্রক্রিয়া সঠিকভাবে এগুচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট তার নিজস্ব কক্ষপথে পৌঁছে গেছে।’ বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদও একই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, স্যাটেলাইট উৎক্ষেপণের প্রক্রিয়াটি দু’টি ধাপে হয়ে থাকে। ৩৬ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নিজস্ব অবস্থানে পৌঁছানোর সময়টিকে ‘লঞ্চ অ্যান্ড আরলি অরবিট ফেজ’ বলা হয়ে থাকে। এই ধাপটি এরই মধ্যে শেষ হয়েছে। এর পরের ধাপে ৩৬ হাজার কিলোমিটার ওপর দিয়ে স্যাটেলাইটটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এর জন্যই আগামী ২০ দিন চলবে স্যাটেলাইট নিয়ন্ত্রণের মূল পরীক্ষা বা আইওটি টেস্ট।

এর আগে, গত ১১ মে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারের কেপ কেনভেরাল লঞ্চ প্যাড-৩৯ থেকে মহাকাশের পথে যাত্রা শুরু করে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/টিআর

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর