Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফকিরহাটে মাইক্রোবাসের চাপায় বাসের সুপারভাইজার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৪ ২২:৪৬

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পিলজংগ এলাকায় মাইক্রোবাস চাপায় এনামুল সরদার মনির (৪০) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে পিংলজংগের কামাল ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, উপজেলার কামাল ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য হাসান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থামে। এ সময় বাসের সুপারভাইজার রাস্তা পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মাইক্রোবাস এনামুল সরদার মনিরকে চাপা দেয়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে মাইক্রোবাস রেখে ড্রাইভার পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন দিলে ফকিরহাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে তাকে উদ্ধার করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত এনামুল সরদার খুলনার সোনাডাঙ্গা এলাকার পান্না সরদারের ছেলে বলে জানা গেছে।

ফকিরহাট ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, ‘ঘটনাটি জানতে পেরে আমরা এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে আমাদের নিজস্ব এম্বুলেন্সে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।’

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তানভির মাহমুদ অনিক জানান, দুর্ঘটনার শিকার এনামুল সরদার মনিরকে মৃত অবস্থায় আনা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাসানুর রহমান জানান, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

মাইক্রোবাস চাপা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর