Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪ ১০:৫৫

ইরাকের পশ্চিমে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। খবর বিবিসি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গতকাল শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির আল আসাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে হামলা চালিয়েছে।

এ হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। এছাড়া ইরাকের একজন কর্মকর্তাও আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’র তথ্যমতে, এই গোষ্ঠীটি ২০২৩ সালের শেষের দিকে আত্মপ্রকাশ করে। ইরাকে পরিচালিত বেশ কয়েকটি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে এটি গঠিত।

সারাবাংলা/এনএস

ইরাক ক্ষেপণাস্ত্র হামলা টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর