ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রতদূত ইয়াও ওয়েন বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে নতুন অর্থমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হবার কারণে সামনের দিনে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সৌজন্য সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত এসব কথা বলেন। রোববার (২১ জানুয়ারি) শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ইয়াও ওয়েন আরও বলেন, ‘নতুন সরকারের সঙ্গে চীনের দ্বি-পাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করব। নতুন অর্থমন্ত্রী আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাই যেকোনো সময়ের চেয়ে অর্থছাড়সহ সহযোগিতার সব ক্ষেত্রেই ভালো কিছু হবে।’
পরে উপস্থিত সাংবাদিকদের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী ছিলাম। অনেকবার চীনে গিয়েছি। দেখা যাক আগামীতে কি হয়।’