Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে সিরাজগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৪ ২১:৪৭ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ২২:০৪

রোববার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জে। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: ভরদুপুরেও ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে সিরাজগঞ্জের জনপদ। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে যমুনাপাড়ের এই শহর। পাশাপাশি বইছে হিমেল হাওয়া। সূর্যের আলোর না দেখা যাওয়ায় নিম্ন আয়ের মানুষগুলোর কর্মজীবনে নেমে এসেছে স্থবিরতা।

রোববার (২১ জানুয়ারি) সকাল থেকেই সিরাজগঞ্জের কোথাও সূর্যের দেখা মেলেনি।

তাড়াশ কৃষি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার সিরাজগঞ্জের তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এটিই এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এমন আবহাওয়া আরও দুয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ছবি: সারাবাংলা

রোববার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ছিল গোটা সিরাজগঞ্জ জেলা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কসহ জেলার সব সড়ক-মহাসড়কে কুয়াশার কারণে যান চলাচলে হেডলাইট ব্যবহার করতে হচ্ছে চালকদের।

তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এটিই এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা।

তিনি বলেন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন এমন তাপমাত্রার সঙ্গে শীত ও কুয়াশা অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/টিআর

তীব্র শীত শীতের তীব্রতা সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর