Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নের চেষ্টা এ দেশে সফল হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৪ ২২:২৯

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। শিক্ষানীতি নিয়ে এই অবৈধ সরকারের তামাশা দেখলে তা পরিষ্কার হয়ে যায়। ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নের এই অপপ্রয়াস এ দেশে সফল হবে না।

রোববার (২১ জানুয়ারি) রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশকে ধ্বংস করার গভীরভাবে ষড়যন্ত্র চলছে। কিন্তু এদেশের সচেতন জনগণ তা হতে দেবে না। আদর্শবান যুবকরা এ দেশের সম্পদ। যুব সমাজকে এ দেশ রক্ষায় গুরু দায়িত্ব পালন করতে হবে। দেশ ও জাতির প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।’

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব ইঞ্জি. আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইঞ্জি. শেখ মুহাম্মাদ মারুফ, মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, ইলিয়াস হাসান, মুফতি হোসাইন মুহাম্মাদ কাওছার বাঙালি প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

বিজ্ঞাপন

আয়নাঘর ছিল, আছে- র‌্যাব ডিজি
১২ ডিসেম্বর ২০২৪ ১৩:৩০

দেশে ফিরলেন মির্জা ফখরুল
১২ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬

আরো

সম্পর্কিত খবর