বোর্নমাউথকে বিধ্বস্ত করে শীর্ষস্থান দৃঢ় করল লিভারপুল
২২ জানুয়ারি ২০২৪ ০৯:০০
টানা দুই ম্যাচ জিতে শীর্ষে উঠলেও তাদের ঘাড়ে বরাবরই নিঃশ্বাস ফেলছিল ম্যানচেস্টার সিটি। লিভারপুলের তাই স্বস্তিতে থাকার জন্য বোর্নমাউথের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। প্রতিপক্ষের মাঠে দাপট দেখিয়ে শুধু জয়ই পায়নি অল রেডরা, বোর্নমাউথকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। ডারউইন নুনেজ ও ডিয়োগো জোতার জোড়া গোলে বড় ব্যবধানের জয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে ক্লপের দল। সিটির চেয়ে এখন ৫ পয়েন্ট এগিয়ে আছে তারা।
ইনজুরির কারণে দলে ছিলেন না আলেকজান্ডার আর্নল্ড, জাতীয় দলের হয়ে আফ্রিকান কাপ অফ নেশনস খেলতে ব্যস্ত মোহাম্মদ সালাহও। দলের সবচেয়ে নির্ভরযোগ্য এই দুইজন ফুটবলারকে ছাড়া কতটা ভালো করবে লিভারপুল, সেই নিয়েই ছিল বড় প্রশ্ন। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বোর্নমাউথের মাঠে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে লিভারপুল। এই দুইজনের অভাবটা বুঝতেই দেননি নুনেজ-জোতারা।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ এলেও গোল করতে পারেনি দুই দলের কেউই। নুনেজ, ডিয়াজ দুইজনেই দুটি সহজ সুযোগ নষ্ট করেছেন। বোর্নমাউথ গোলরক্ষক নেতোকেও অবশ্য গোল আটকানোর কৃতিত্ব দিতেই হয়। গোল পেতে পারতো বোর্নমাউথও, হাফ টাইমের ঠিক আগে বক্সের ভেতর অল্পের জন্য বল পায়ে পাননি বোর্নমাউথের ক্রিস্টি ও সোলাঙ্কে, সেটা হলে নিশ্চিতভাবেই গোল হতো। দুই দলের গোল মিসের মহড়ায় গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় লিভারপুল। ৪৯ মিনিটে জোতার বাড়ানো বলে ডান পায়ের দারুণ এক শটে বল জালে জড়ান নুনেজ। এটি তার ক্যারিয়ারের ১০০তম গোল। এগিয়ে যাওয়ার পর একের পর এক আক্রমণে বোর্নমাউথ রক্ষণভাগকে নাজেহাল করেছেন লিভারপুল ফরোয়ার্ডরা। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোতা। গ্যাপকোর পাসে বল পেয়ে বোর্নমাউথ কিপার নেতোকে বোকা বানান তিনি।
৭৯ মিনিটে আবারও গোল করেন জোতা। ব্র্যাডলির পাসে বল পেয়ে প্রথমবারের শটে গোল করতে ব্যর্থ হলেও ফিরে আসা বলে আর ভুল করেননি তিনি। ৩-০ গোলে এগিয়ে গিয়ে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় লিভারপুলের। ৯৩ মিনিটে বোর্নমাউথের জালে চতুর্থবার বল জালে জড়িয়েছে লিভারপুল। গোমেজের দারুণ এক পাসে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান নুনেজ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
এই জয়ে ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল। হারের পর ২০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নেমে গেছে বোর্নমাউথ। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
সারাবাংলা/এফএম