জয়ের আনন্দেও ম্যাচ শেষ না করে আসার আক্ষেপ তামিমের
২২ জানুয়ারি ২০২৪ ১৮:৪৫
প্রথম ম্যাচে জয় পেলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে হারতে হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে তৃতীয় ম্যাচে সেই ব্যাটাররাই জয় এনে দিয়েছেন দলকে। সেই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওপেনার তানজিদ তামিম। ম্যাচ শেষে তামিম বলছেন, জয়ের ধারায় ফেরায় স্বস্তি ফিরেছে দলে।
ঢাকার দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে এগিয়ে নিয়ে গেছেন তামিম। বিশ্বকাপের সময় থেকেই রানে না থাকা তামিম আজ দারুণ ছন্দে ছিলেন। তাসকিনের বলে প্যাভিলিয়নে ফেরার আগে ৪০ বলে ৫টি চার ১টি ছয়ে ৪৯ রান করেছেন তামিম। মূলত তার ইনিংসেই জয়ের ভিত গড়া হয়ে গিয়েছিল। শেষের দিকে নাজিবুল্লাহ জাদরান ৩২ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
দলের জয়ে ভূমিকা রাখতে পেরে খুশি তামিম, ‘আজকের ম্যাচে ভালো একটা জয় পেয়েছি। এটা দরকার ছিল। আগের ম্যাচটা আমরা বাজেভাবে হেরেছিলাম ব্যাটিংয়ের কারণে। দিনের বেলায় বলে একটু স্পিন হয়, গ্রিপ করে আসে। রাতের বেলায় কুয়াশার কারণে পিচ ভেজা থাকে, বল একটু স্কিট করে, তাই রান বেশি হয়। তবে সব উইকেটেই মানিয়ে নিতে হবে।’
জয়ের ধারায় ফেরা খুশি হলেও ম্যাচটা শেষ না করে আসতে পারার আক্ষেপ তামিমের কণ্ঠে, ‘ম্যাচটা শেষ না করে আসতে পারায় অবশ্যই কিছুটা হতাশ। ফিফটি করতে পারলে আরও বেশি ভালো লাগত। দলও আরও সহজে জিততে পারত। চেষ্টা করব এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার।’
বিশ্বকাপের পর বিপিএল, বিপিএলের পরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাথে দ্বিপাক্ষিক সিরিজ তো আছেই। টানা ক্রিকেটে কি ক্লান্তি ও চাপ কাজ করছে ক্রিকেটারদের মাঝে? তামিম অবশ্য এমনটা ভাবছেন না, ‘আমি এটা নিয়ে ভাবছিই না। প্রতি ম্যাচ বাই ম্যাচ ফোকাস করছি। পরের ম্যাচের দিকে ফোকাস করছি। আজকের ম্যাচটা যেমন অতীত। বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছি না।’
বিপিএলের লো স্কোরিং পিচ নিয়ে এর মাঝেই কিছুটা প্রশ্ন উঠেছে। রান কম হওয়ার পেছনে কি পিচ দায়ী? তামিম বলছেন, পিচকে দোষারোপ করতে রাজি নন তিনি, ‘আমরা আগের ম্যাচে বেশি বাজে ব্যাটিং করেছিলাম। এটা আমাদের দোষ, পিচের দোষ নেই। আমরা চেষ্টা করছি ভালো খেলা উপহার দেওয়ার। আর রাতের ম্যাচে কিন্তু রান হচ্ছে, শুধু দিনেই লো স্কোরিং ম্যাচ হচ্ছে।’
সারাবাংলা/এফএম