চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি ভবনে এসির কাজ করার সময় নিচে পড়ে রাজিব দাশ (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে জামালখান সিঁড়ির গোড়া এলাকায় এ ঘটনায় ঘটে।
রাজিব দাশের বাড়ি সাতকানিয়া উপজেলার দক্ষিণপাড়ার ধর্মপুর এলাকায়।
কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এস আই) বাবলু পাল সারাবাংলাকে বলেন, জামালখান এলাকার ইকুইটি মিলিনিয়াম নামে একটি ভবনের সপ্তম তলায় এসির কাজ করছিল রাজিব। কাজ করার সময় কোমরে বেঁধে রাখা দড়ি ছিঁড়ে সে ড্রেনে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি বলেন, পুলিশ ওই শ্রমিকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। নিহতের পরিবার থেকে কেউ মামলা করলে আমরা ব্যবস্থা নেব।