পরিবার কল্যাণ পরিদর্শিকার নিয়োগ পরীক্ষা বাতিলে হাইকোর্টের রুল
২২ জানুয়ারি ২০২৪ ২৩:৩৯
ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদফিতরের পরিবার কল্যাণ পরিদর্শিকার এক হাজার ৮০টি পদের নিয়োগ পরীক্ষা বাতিল করা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
স্বাস্থ্য সচিব, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যেতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
পরে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, ২০২০ সালের ১০ মার্চ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে ১ হাজার ৮০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরিবার পরিকল্পনা অধিদফতর। ওই বিজ্ঞপ্তির ৩ বছর পর ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এরপর ২০২৩ সালের ১১ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭ হাজার ৬২১ জন উত্তীর্ণ হন। এরপর ২০২৩ সালের ১৫ মে থেকে ১৮ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। এরপরে এসে চলতি বছরের ১৪ জানুয়ারি পরিবার পরিকল্পনা অধিদফতর নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরীক্ষা বাতিলের এমন সিদ্ধান্ত ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা। পরে এ বিষয়ে গত ১৫ জানুয়ারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের বিষয়ে সাড়া না পেয়ে গত ১৮ জানুয়ারি চার পরীক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন।
রিটকারীরা হলেন, নরসিংদীর সীমা আক্তার ও স্বরসতী রানী বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়ার সাবরিনা ইসলাম এবং মুন্সিগঞ্জের নিগার সুলতানা।
আজ সেই রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/একে