Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার জয়ে বিপিএলের ‘হাইপ’ তৈরির আশা বিজয়ের

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৪ ১০:৩৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৫:৪৬

দারুণ এক ইনিংসে ম্যাচসেরা হয়েছেন বিজয়

এবারের বিপিএলের শুরু থেকেই খুব বেশি হাই স্কোরিং ম্যাচ দেখা যায়নি। যে চার-ছক্কার খেলা দেখতে মাঠে আসে দর্শক, সেটা অনেকটাই অনুপস্থিত ছিল বিপিএলের দশম আসরে। তবে গতকাল রাতের ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের ম্যাচে সেই আক্ষেপ ঘুচেছে দর্শকের। বড় রান তাড়া করতে নেমে এনামুল হক বিজয়ের দুর্দান্ত এক ইনিংসে জয় পেয়েছে খুলনা। ম্যাচ শেষে খুলনার অধিনায়ক বিজয় বলছেন, খুলনার এমন জয় বিপিএলের নতুন ‘হাইপ’ তৈরি করবে।

বিজ্ঞাপন

গত রাতের বরিশাল-খুলনা ম্যাচে উঠেছে ৩৭৫ রান। বরিশালের ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় খুলনা। রান তাড়ায় শুরুটা করেছিলেন লুইস, ২২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসে দলকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন তিনি। খুলনার জয়ে বড় ভূমিকা ছিল বিজয়ের। তার ৪৪ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংসেই জয়ের বন্দরে পৌছায় দল।

এমন জমজমাট ম্যাচের পর এবারের বিপিএলের হাইপ আরও বেড়ে যাবে বলেই আশা বিজয়ের, ‘এবারের টুর্নামেন্টে কিন্তু এত রান আগে কোনও ম্যাচেই হয়নি। এমন ম্যাচে ফলাফল যাই হোক, টুর্নামেন্টের একটা হাইপ তৈরি হবে। আমি আশা করি এমন ম্যাচ দেখতে সবাই মাঠে আসবে, সবাই ভালো ফিল করবে।’

ম্যাচের আগে কাগজে কলমে সবাই এগিয়ে রেখেছিলেন বরিশালকে। অভিজ্ঞতায় ভরপুর বরিশালের দলের দিকে না তাকিয়ে নিজেদের উপরেই ভরসা রেখেছিলেন বিজয়, ‘ম্যাচে ব্যাটে বলের লড়াই চলবেই। আমরা নামের বিচারে যাই না। ছোট দল, বড় দল এইসবের চিন্তা অধিনায়ক হিসাবে করি না, দলও করে না। ভালো জায়গায় বল করা সবার জন্য ভালো, খারাপ বলটা সবার জন্য খারাপ। অবশ্যই নামের বিচারে বরিশাল অনেক এগিয়ে। মুশফিক ভাই সেরা, রিয়াদ ভাই আছে, তামিম ভাই অন্যতম সেরা ব্যাটার। অবশ্যই তাদের বিপক্ষে জেতার পর ভালো লাগা কাজ করে। আমি মনে করি খুলনার এই জয় আত্মবিশ্বাসে কাজে দেবে। সব মিলিয়ে বিপিএলের হাইপও তৈরি হবে।’

আগের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে জয়ে বেশ বেগ পেতে হয়েছিল খুলনাকে। সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়েছে দল, জানালেন বিজয়, ‘আমরা চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটা নিয়ে অনেক কথা বলেছি। সেই ম্যাচে অনেক কিছু শেখার ছিল। অনেক পরে গিয়ে জিতেছি। আমাদের আলোচনা ছিল, এমন সুযোগ আসলে দুই-তিন উইকেটেই যেন জিততে পারি। এই আলোচনাটা কাজে দিয়েছে এই ম্যাচে।’

বিজ্ঞাপন

দুই ম্যাচে দুই জয় নিয়ে এখন পর্যন্ত বিপিএলের শীর্ষে আছে খুলনা।

 

সারাবাংলা/এফএম

খুলনা বরিশাল বিজয় বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর