Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি উপাচার্যের পদত্যাগের আন্দোলনে বাধার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৪ ১৮:৪১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ২০:০৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির আয়োজন করা এক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা প্রদর্শনীর সরঞ্জাম নিয়ে আসার সময় বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন চবি শিক্ষক সমিতির নেতারা ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এভাবেই চলবে?’ শীর্ষক বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত নিউজ প্রদর্শনীতে এ অভিযোগ তুলেছেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক।

বিজ্ঞাপন

আবদুল হক সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে আজ (মঙ্গলবার) সংবাদ প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ঢুকার সময় প্রক্টরিয়াল বডি সেগুলো ভেতরে ঢুকতে দেয়নি। পরে আমরা গিয়ে আমাদের সরঞ্জামগুলো নিয়ে আসি।’

‘এরপর প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে আমাদের ভিসির সঙ্গে আলোচনায় বসার কথা বলা হলে, আমরা জানিয়েছি আজ আমাদের একটা কর্মসূচি আছে। সকল শিক্ষকের সঙ্গে মতবিনিময় করে আলোচনায় বসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম শিকদার সারাবাংলাকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। শিক্ষক সমিতির আন্দোলনে আমরা আজ কেন, কোনোদিনই বাধা দেইনি।’

সারাবাংলা/আইসি/এনএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর