Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের টানা হারেও হতাশ নন হোয়াটমোর

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৪ ০৯:৩১

বরিশালের হারে হতাশ নন ডেভ

বাংলাদেশের ক্রিকেটের সাথে তার সম্পর্কটা অনেক পুরনো। ডেভ হোয়াটমোর আবারও পা রেখেছেন বাংলাদেশে। এবার অবশ্য জাতীয় দলে নয়, বিপিএলে ফরচুন বরিশালের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কাজ করছেন তিনি। তবে দায়িত্ব নেওয়ার পর টানা দুই ম্যাচেই দলের হার দেখলেন ডেভ। জমজমাট এক ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরেছে বরিশাল। ম্যাচের পর হোয়াটমোর বলছেন, টুর্নামেন্টের এখন কেবলই শুরু, তাই টানা দুই হারেও হতাশ হতে নারাজ তিনি।

বিজ্ঞাপন

এবারের বিপিএলের সবচেয়ে শক্তিশালী দল হিসাবে মানা হচ্ছিল বরিশালকেই। প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা দুই হারে খানিকটা ব্যাকফুটে তামিমের দল। গত রাতে কুমিল্লাকে বাগে পেয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদের। হোয়াটমোর অবশ্য টানা দুই হারে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না, ‘আজ ভালো একটা ম্যাচ হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আমরা হেরে গিয়েছি। একাদশ ঠিকঠাকই ছিল। আমি মনে করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারব। হেরে গিয়েছি এই ব্যাপারটা দুর্ভাগ্যজনক। তবে ম্যাচটা দারুণ ছিল। গতকালের ম্যাচের হার বরং আমাকে বেশি কষ্ট দিয়েছে।’

বিজ্ঞাপন

টুর্নামেন্টের কেবল শুরু হওয়ায় হার নিয়ে বিচলিত নন হোয়াটমোর, ‘আমরা টানা দুই ম্যাচ হেরেছি, কিন্তু ব্যাট হাতে তো রান পেয়েছি। আজকের ম্যাচটা অনেক ক্লোজ ছিল। টুর্নামেন্ট তো কেবল শুরু। আমি নিশ্চিত সামনে আমরা আরও পয়েন্ট পেতেই থাকবো।’

পরে ব্যাট করে জয় পাওয়ার সংখ্যাই এবারের বিপিএলে বেশি। গতকালের ম্যাচে অবশ্য আগে ব্যাট করে জয় পাওয়ার আশাতেই ছিলেন হোয়াটমোর, ‘এর আগে যে ৮ ম্যাচ হয়েছে, সব ম্যাচে আগে ব্যাট করা দল হেরেছে। ভেবেছিলাম আজ সেই ম্যাচ হবে যেখানে আগে ব্যাট করা দল জিতবে, কিন্তু সেটা হয়নি। আমরা কিছু ভুল করেছিল। গতকাল তো ১৮৮ রান করেও জিততে পারলাম না। সিলেট ১৭৭ রান করেও চট্টগ্রামের কাছে হেরেছে। আরও কিছু রান করলে আমরা জিততে পারতাম। তবে এই রানটাও জেতার মতোই ছিল।’

সিলেট পর্বে আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামের মুখোমুখি হবে বরিশাল।

সারাবাংলা/এফএম

কুমিল্লা টপ নিউজ ডেভ হোয়াটমোর বরিশাল বিপিএল

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর