Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবম আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৪ ১৩:২১

ঢাকা: ‘ওয়াটার, রিভারস অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ: ক্রিয়েটিং স্পেস ফর রেজিলেন্স’ এই প্রতিপাদ্যে নবম আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধন হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অ্যাকশনএইড আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

উদ্বোধন শেষে পরিবেশমন্ত্রী বলেন, ‘পানিসম্পদ রক্ষা, সবার জন্য পানির অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট এনজিওদের সঙ্গে একসাথে কাজ করবে সরকার। সরকারি, বেসরকারি সংস্থাসমূহ একসঙ্গে কাজ করলে আমরা পানির সংকট কাটিয়ে উঠতে এবং টেকসই ভবিষ্যত গড়ে তুলতে সক্ষম হবো। সবার জন্য পানি নিশ্চিতে এবং সুরক্ষিত বিশ্বের জন্য আমাদের সবাইকেই কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’

বিজ্ঞাপন

পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘সুপেয় পানির সংকট একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, কিন্তু এটি স্থানীয়ভাবে সমাধান করতে হবে। সরকার এজন্য পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে। সমাজের সব শ্রেণির ব্যক্তিদের একসঙ্গে কাজ করে প্রত্যেকের বেঁচে থাকার এবং উন্নতির জন্য প্রয়োজনীয় পানি পেতে পারে তা নিশ্চিত করতে হবে। আমাদের তরুণদের নদী রক্ষা ও পানির অধিকার নিশ্চিতে এগিয়ে আসতে হবে।’

পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন, অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির চেয়ারপারসন ইব্রাহিম খলিল আল-জায়াদ এবং অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

অনুষ্ঠানে ‘জলবায়ু পরিবর্তনের রাজনীতির মোকাবিলা’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

আন্তর্জাতিক পানি সম্মেলন পানি সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর