Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সমীক্ষা শেষ, ৫ বছরের মধ্যে চালু হবে কালুরঘাট সেতু’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৪ ১৯:০২

চট্টগ্রাম ব্যুরো: আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে কর্ণফুলী নদীর উপর নতুন কালুরঘাট সেতু চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

বুধবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীর সিআরবির অফিসার্স গেস্ট হাউসে রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

রেলকে নতুনত্ব দিতে কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন কিনা? এমন প্রশ্নে রেলমন্ত্রী বলেন, ‘রেল তো একসময় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আমাদের এলাকায় ফরিদপুরে লাইন বন্ধ করে দিয়েছিল। ভাটিয়াপাড়া রেললাইন তুলে ফেলার চেষ্টা করা হয়েছিল। রাজবাড়িতে লোকোশেড ছিল একটি। সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর রেলের অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে। নতুন নতুন লাইন স্ট্রং হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা প্রত্যেকটি জেলা রেলের সঙ্গে সংযোগ করা এবং যতদূর সম্ভব জনগণকে সবচেয়ে সস্তা পরিবহনে যাতায়াতের সুযোগ করে দেওয়া। রেলকে আমরা সচল করার চেষ্টা করছি।’

‘চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইনে কখন আন্তঃনগর ট্রেন চালু হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারের ট্রেন চালু হবে। সেটা কমিউনিটার ট্রেন। আমরা আগে শুরু করি। আগের বসার জায়গা করলে তারপর শোয়ার জায়গা হয়ে যায়। আমি তো শিক্ষানবিশ। আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এখানে বসিয়েছেন রেল নিয়ে তার যে আকাঙ্খা সেগুলো বাস্তবায়ন করার জন্য। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমরা সবাই মিলে সমস্যাগুলোর সমাধান করব। রেলকে পঙ্গু অবস্থা থেকে প্রধানমন্ত্রী এ অবস্থায় টেনে তুলেছেন।’

রেলের ইঞ্জিন সংকট সমাধানে কোনো উদ্যেগ আছে কিনা জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে অনেক ইঞ্জিন আমদানি করা হয়েছে। সেগুলো আমরা পেয়েছি। আরও কিছু ইঞ্জিন আমদানি করা হচ্ছে। ১৫টি কোচ আমরা পেয়ে গেছি। আরও কিছু আসবে।’

কালুরঘাট সেতু কখন হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘কালুরঘাট নতুন সেতু হতে চার-পাঁচ বছর সময় লাগবে। আমাদের সমীক্ষা শেষ। কোরিয়ান অর্থায়নে এ কালুরঘাট ব্রিজ নির্মাণ করা হবে। কালুরঘাটের মতো একটি ব্রিজ করতে তো সময় লাগবে। চার-পাঁচ বছরের মধ্যে এটা চালু হয়ে যাবে।’

জনবল ঘাটতি ও অদক্ষ কর্মী নিয়োগের বিষয়ে জানতে চাইলে জিল্লুল হাকিম বলেন, ‘আমাদের ইতিমধ্যে নতুন কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে রিক্রুট করে তাদের ট্রেনিং দেব। অনেকের বয়স হয়ে গেছে। তারা আর কাজ করতে চাই না।’

‘এসমস্ত কারণে আগে যিনি মন্ত্রী ছিলেন তিনি আউটসোর্সিং এর চেষ্টা করেছেন। আউটসোর্সিং তো স্থায়ী কোনো ব্যবস্থা না। কিছু কিছু জায়গায় বেনিফিট পাওয়া যাচ্ছে তবে ট্যাকনিকালি কোনো বেনিফিট হচ্ছে বলে আমার মনে হয় না।’

কালুরঘাট সেতু দ্রুত বাস্তবায়ন করতে রেলমন্ত্রীকে ছালামের অনুরোধ

কালুরঘাট সেতু্র গুরুত্ব রেলমন্ত্রী জিল্লুল হাকিমের কাছে তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম।

বুধবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের অফিসার্স গেস্ট হাউসে রেলমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সংক্ষিপ্ত আলোচনায় আবদুচ ছালাম চট্টগ্রামের মানুষের প্রাণের দাবী কালুরঘাট সেতু দ্রুত বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে সেতুটি বাস্তবায়নে মন্ত্রীর বিশেষ বিবেচনা প্রত্যাশা করেন। এছাড়া বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা রেলওয়ে স্টেশনে গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরে নতুন চালু হওয়া ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চলাচল করা যাত্রীবাহী ট্রেনটি বেঙ্গুরা স্টেশনে থামানোর ব্যবস্থা গ্রহন করতে মন্ত্রীকে বিশেষ বিবেচনায় নেয়ার অনুরোধ জানান তিনি।

এসময় রেলমন্ত্রী জিল্লুল হাকিম কালুরঘাট সেতুর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণভাবে ওয়াকিবহাল আছেন বলে আবদুচ ছালামকে আশ্বস্থ করেন।

সারাবাংলা/আইসি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর