Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেকের বিরুদ্ধে বিএনপিতে বিস্ফোরণ ঘটবে: পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৪ ২১:৩২

চট্টগ্রাম ব্যুরো: তারেক রহমানের বিরুদ্ধে বিএনপিতে প্রচণ্ড অসন্তোষ বিরাজ করছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘যে কোনো এসময় বিস্ফোরণ ঘটবে।’

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ‘চট্টগ্রাম গণহত্যা দিবস’ উপলক্ষে উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে অনেক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে নির্বাচন কমিশনের নেতৃত্বে এবং সরকারের সহযোগিতায় ভালো একটি নির্বাচন হয়েছে। দেশে-বিদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। কিন্তু এখন যারা ভোট নিয়ে প্রশ্ন তুলছে, তারা আসলে নিজেদের মুখ রক্ষার জন্য বলছে।’

নির্বাচনে না যাওয়ায় বিএনপির মধ্যে হতাশা বিরাজ করছে মন্তব্য করে তিনি বলেন, ‘সারা পৃথিবী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছে। ন্যাম সামিটে জাতিসংঘ ও কমনওয়েলথ সেক্রেটারিসহ বহু দেশের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। প্রত্যেকে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। এতে বিএনপি দিশেহারা হয়ে খেই হারিয়ে ফেলেছে। এখন আগের নেতৃত্বকে বাদ দিয়ে মঈন খানকে মাঠে নামিয়েছে, সুন্দর সুন্দর কথা বলে যদি কিছু করতে পারেন। আসলে রাজনীতিতে বিএনপি শেখ হাসিনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।’

‘চট্টগ্রাম গণহত্যা’র প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘১৯৮৮ সালের ২৪ জানুয়ারি গণহত্যার মূল নায়ক ছিলেন পুলিশ কমিশনার রকিবুল হুদা। তাকে এরশাদ সাহেব প্রমোশন দিয়েছিলেন। পরবর্তীতে বিএনপি নেত্রী খালেদা জিয়াও প্রধানমন্ত্রী হয়ে প্রমোশন দিয়েছিলেন।’

চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- উত্তরের সভাপতি এম এ সালাম, দক্ষিণের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী, উত্তরের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নগর কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর