Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৪ ১৩:২৮

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক সীতেশ চন্দ্র বাছারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে মাউসির সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিস শতরূপা তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী ড. সীতেশ চন্দ্র বাছারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ করা হলো। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে তার এ নিয়োগ বাতিলও করতে পারবেন।

নিয়োগের শর্তে বলা হয়েছে, উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে মেয়াদের অবশিষ্ঠাংশ পূর্ন করবেন।

সারাবাংলা/জেআর/ইআ

উপ-উপাচার্য টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সীতেশ চন্দ্র


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর