Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ বিলিয়ন ডলার ক্লাইমেট ফান্ড অর্জনের লক্ষ্যমাত্রা ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৪ ১৬:২৬

ঢাকা: পরিবেশ ও জলবায়ুর অভিঘাত মোকাবেলার লক্ষ্যে ১৫ বিলিয়ন ডলার তহবিল তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, ‘অর্থবহ ও কার্যকর সহযোগিতার মাধ্যমে পরিবেশ ও জলবায়ুর অভিঘাত মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ চূড়ান্তকরণের কার্যক্রম গ্রহণ করা হবে। এর মধ্যে ১৫ বিলিয়ন ডলার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হবে। লক্ষ্যমাত্রাটি কঠিন হলেও অসম্ভব না। সকল উন্নয়ন সহযোগীদের সবাইকে একই ফ্রেমে আনা হবে।’

এছাড়া আন্তর্জাতিক ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ থেকে তহবিল আসা শুরু হয়েছে। গবেষণায় প্রাধান্য দেওয়া হবে।

এ সময় লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের কিছু টাকা একটি বেসরকারি ব্যাংকে আটকে থাকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘টাকা উদ্ধারে প্রশাসনিক ও আইনি কার্যক্রম চলছে।’

সারাবাংলা/আরএফ/ইআ

পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর