Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইউএসডি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে পিঠা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৪ ২২:৫৪

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট’র (সিইউএসডি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হওয়া অনুষ্ঠান চলে দিনব্যাপী।

সংগঠনের সভাপতি ফারহানা খান যুঁথী সারাবাংলাকে জানান, আয়োজনের মধ্যে আরও ছিল- বৃক্ষরোপণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য, আমন্ত্রিত শিক্ষকদের বক্তব্য, কেক কাটা এবং রম্য বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব।

সংগঠনের সাধারণ সম্পাদক ইলহাম শারার সারাবাংলাকে বলেন, ‘২০০৯ সালে চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের যাত্রা শুরু। বৃদ্ধিভিত্তিক বিতর্ক চর্চা আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি চবি ক্যাম্পাসে আমাদের চিরায়ত সংস্কৃতিকে তুলে ধরার কাজ আমরা করে যাচ্ছি।’

সারাবাংলা/আইসি/একে

উৎসব পিঠা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর