Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুরগির বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৪ ১৬:০০

ঢাকা: চলতি সপ্তাহে মুরগির দাম স্থির থাকলেও বেড়েছে সব ধরনের ডিমের দাম। ক্ষেত্র বিশেষে প্রতি ডজন ১০-২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে সব ধরনের মুরগির দাম আগের মতোই রয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের পদ্মা বয়লার হাউজের স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ শাহীন সারাবাংলাকে বলেন, এ সপ্তাহে সব ধরনের ডিমের দাম বেড়েছে। ডজন বিক্রি করছি ১৪০ টাকা দরে। যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা। আর পোল্ট্রি মুরগি ২০০ টাকা, পাকিস্তানি (সোনালিকা) ৩০০ টাকা দরে বিক্রি করছি।

একই বাজারের বিসমিল্লাহ বয়লার ও ডিমের আড়তের বিক্রেতা রাসেল মিয়া সারাবাংলাকে বলেন, ডিমের দাম বেড়ে যাওয়ায় আজ ক্রেতা কিছুটা কম। তবে মুরগির দাম আগের মতোই আছে। আজ ফার্মের মুরগির ডিম ১৪০-১৪৫ টাকা ডজন দরে বিক্রি করছি। আর হাঁসের ডিম ৮০ টাকা হালি বিক্রি হচ্ছে। অন্যদিকে বয়লার মুরগি ২০০-২১০ টাকা, পাকিস্তানি ৩০০ টাকা, কেজি দরে বিক্রি করছি।

শ্যামলী কাঁচা বাজারের ডিম বিক্রিতা হালিমা খাতুন বলেন, এ সপ্তাহে ডিমের দাম বেড়েছে। ফার্মের মুরগির ডিম গত সপ্তাহের ১০-১৫ টাকা ডজন প্রতি বেড়েছে। আজ ফার্মের মুরগির ডিম ১৪০-২৪৫ টাকা ডজন, ফার্মের মুরগির লাল ডিম ১৫০-১৮০ টাকা, হাঁসের ডিম ২৪০ টাকা এবং কোয়েল পাখির ডিম ডজন প্রতি ৪৫ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।

শ্যামলির খুচরা ডিম বিক্রেতা আহাদ মিয়া সারাবাংলাকে বলেন, গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে ডিমের দাম বেড়েছে ডজন প্রতি ১০-১৫ টাকা। আজ ১৪৫ টাকা ডজন দরে মুরগির ডিম বিক্রি করছি।

বিজ্ঞাপন

আগারগাঁওয়ের মুদি দোকানদার সোহেল বলেন, এ সপ্তাহে ডিম বিক্রি করছি ১৪০-১৪৫ টাকা ডজন দরে। যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা ডজন।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের বি. বাড়িয়া ডিমের আড়ৎ এর স্বত্ত্বাধিকারী শফিকুল ইসলাম ইসলাম সারাবাংলাকে বলেন, আজ মুরগির ডিম (সাধারণ) বিক্রি করছি ১৪০-১৪৫ টাকা ডজন দরে, প্যারাগণ মুরগির ডিম ১৪০-১৫০ টাকা ডজন দরে‌। আর হাঁসের ডজন প্রতি বিক্রি ২৪০ টাকা করে। আর কোয়েল পাখির ডিম ৪৫-৫০ টাকা ডজন দরে বিক্রি করছি।

আগারগাঁওয়ের বিএনপি বাজারের মুরগি বিক্রিতা কবির হোসেন সারাবাংলাকে বলেন, পোল্ট্রি মুরগি দাম গত সপ্তাহের মতোই আছে। পোল্ট্রি মুরগি ২০০-২১০ টাকা, পাকিস্তানি (সোলানি) মুরগি ৩০০-৩০০ টাকা, লেয়ার ৩০০০ টাকা, দেশি মুরগি কেজি দরে বিক্রি হচ্ছে।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

ডিম বাজার মুরগি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর