Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনায় অভিযানে কোস্টগার্ড, ১৬৮০০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৪ ১৭:৪২

নোয়াখালী: হাতিয়ায় মেঘনা নদী থেকে ১৬ হাজার ৮০০ কেজি (৪২০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। একইসঙ্গে ১৬ জন জাটকা পরিবহণকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে মেঘনার ঢালচর এলাকা থেকে জাটকাসহ তাদের আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার হাতিয়ার ঢালচর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যানঘাটগামী একটি বাল্কহেডে অভিযান চালানো হয়। পরে তল্লাশি করে প্রায় ৪২০ মণ জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়।

পরবর্তীতে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরোয়ারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয় এবং আটকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সারাবাংলা/এমও

কোস্টগার্ড জাটকা জাটকা জব্দ টপ নিউজ মেঘনা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর