Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অস্ত্রসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৪ ১৮:৪৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও চারটি স্টিলের তৈরি টিপ ছোরা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে কোতোয়ালি থানার পুরাতন রেলওয়ে স্টেশন গ্রামীণমাঠের গণশৌচাগারের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার পাঁচজন হলেন- মো. সজীব (২৫), আল আমিন (২৩), মো. ইলিয়াছ (৩০), সুব্রত দাশ (২৪) ও মো. আল আমিন (৩১)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক সারাবাংলাকে জানান, খালি জায়গায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও সাত থেকে আটজন পালিয়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীসহ পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে। তারা সবাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রেকি করে ভোররাতে স্টেশনের ট্রেন, বাস যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয় দেখিয়ে ছিনতাই করে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মোট ২৫টি মামলা আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সারাবাংলা/আইসি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর