৭৫টি বিষয়ে গবেষণা-প্রকাশনার ঘোষণা ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
২৬ জানুয়ারি ২০২৪ ২০:২০
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন ৭৫টি বিষয়ে গবেষণা ও প্রকাশনার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এছাড়া ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইতিহাস ও ঐতিহ্য’ বিষয়ক গ্রন্থ প্রকাশ ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মিলনমেলা আয়োজনসহ একগুচ্ছ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী।
আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়কে মানের দিক থেকে এগিয়ে নিতে চাই। আমাদের যে সংস্কৃতি তা বর্তমান প্রজন্ম থেকে হারিয়ে যাচ্ছে। আমরা তাদের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরতে চাই। আমাদের যুগ্ম মহাসচিব সুভাষ সিংহ রায়কে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। কারা গবেষণার জন্য মনোনীত হবেন, এ বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে আমরা স্টেকহোল্ডার, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সেসব বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করব।’
আনোয়ারুল আলম জানান, প্লাটিনাম জুবিলি উপলক্ষে ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইতিহাস ও ঐতিহ্য’ সম্বলিত লেখায় একটি তথ্যবহুল গ্রন্থ প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করে দিনব্যাপী প্লাটিনাম জুবেলি মিলনমেলা আয়োজিত হবে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে এ বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই এটি আয়োজন করা হবে।’
এদিকে, আগামীকাল ২৭ জানুয়ারি বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অ্যালামনাই সংগঠনসমূহের কর্মকর্তাদের পুনর্মিলনি ও সম্মননা প্রদান; ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটি, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে পুনর্মিলনি অনুষ্ঠিত হবে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে আজাদ, সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস আহমেদ, নির্বাহী কমিটির সদস্য জনাব মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে বিজয়ী কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মো. আফজাল হোসেন ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য অ্যারোমা দত্তকে সংবর্ধনা দেওয়া হবে।
এছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হবে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য সেবার প্রচারণামূলক ‘মেন্টাল হেলথ ফেয়ার’।
পাশাপাশি অ্যালামনাই সপ্তাহ, জব ফেয়ার, সেমিনারসহ বছরব্যাপী নানা কর্মসূচির কথা জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সেলিমা খাতুন, আশরাফুল হক মুকুল, মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, যুগ্ম মহাসচিব এ কে এম আফজালুর রহমান বাবু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহুরা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেনসহ অনেকে।
সারাবাংলা/আরআইআর/এমও