Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ মামলায় ট্রাম্পের ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৪ ১২:৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও দেশটির আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা করেছেন আদালত। লেখক জেন ক্যারলের দায়ের করা ধর্ষণের মামলায় আদালত ট্রাম্পে বিরুদ্ধে এই রায় দেন। ২০১৯ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় এই মামলা করেছিলেন তিনি। খবর বিবিসি।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে সাতজনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এর মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী বিচারক ছিলেন। তারা এই রায় দেওয়ার জন্য তিন ঘণ্টারও কম সময় নেয়।

রায়ে ক্ষতিপূরণবাবদ ১ কোটি ৮৩ লাখ ডলার এবং শাস্তি হিসেবে ৬ কোটি ৫০ লাখ ডলার জরিমানা ধার্য করেন নিউইয়র্কের আদালত।

তবে এই রায়কে ‘একেবারে হাস্যকর’ উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে এই রায়েল বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তিনি।

২০১৯ সালে মানহানি ও ধর্ষণের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লেখক ক্যারল এই মামলা করেছিলেন। মামলার তথ্যমতে, ১৯৯৬ সালে ম্যানহাটানের ফ্যাশন হাউস বার্গডর্ফ গুডম্যান নিজের বন্ধুর জন্য পোশাক কিনতে গিয়েছিলেন জেন ক্যারল। ওই সময় পূর্ব পরিচত ডোনাল্ড ট্রাম্পও তার সঙ্গে ছিলেন। ওই ফ্যাশন হাউসের ড্রেসিং রুমে ক্যারলকে ধর্ষণ করেন ট্রাম্প।

২০১৯ সালে প্রথম এ অভিযোগ সামনে আনেন জেন ক্যারল। তবে তার অভিযোগটি অস্বীকার করেছিলেন ট্রাম্প। পরে ওই বছরই নভেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করেন তিনি।

সারাবাংলা/এনএস

জেন ক্যারল ডোনাল্ড ট্রাম্প ধর্ষণ মামলা মার্কিন যুক্তরাষ্ট্র


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর