Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেঙে পড়ল বিপজ্জনক বেইলি ব্রিজ, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা


১৯ ডিসেম্বর ২০১৭ ১৭:২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাকঁড়া এলাকায় আত্রাই নদের ওপরে বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

মঙ্গলবার সকালে উপজেলার কারেন্টহাট এলাকার ওই ব্রিজে সার বোঝাই ট্রাক উঠলে ব্রিজটি ভেঙে পড়ে।  ট্রাকটি পানিতে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা হয়নি, তবে চালক ও সহকারী চালককে (হেলপার) আহত হয়েছেন- জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, হঠাৎ বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। স্থানীয়রা ট্রাক চালক ও সহকারী চালককে (হেলপার) উদ্ধার করে।

এদিকে ব্রিজ ভেঙে পড়ায় দু’পাশে  যানবাহন আটকে পড়েছে। দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাসুম সারোওয়ার জানান, ব্রিজটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। এর দু’পাশে সতর্কীকরণ সাইনবোর্ড লাগানো রয়েছে- পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষেধ। সকালে ৭০০ বস্তা সার নিয়ে ৩৫ টন ওজনের ট্রাকটি ব্রিজে উঠলে এটি ভেঙে পড়ে। ব্রিজটি নতুন করে নির্মাণ করার জন্য জাইকা প্রকল্পে টেন্ডার আহ্বান করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে  ব্রিজ নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/আরসি/এটি

দিনাজপুর দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর