Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ২ শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৪ ১৭:০০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ২০:২৪

খুলনা: খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা।

শনিবার (২৭ জানুয়ারি) উপজেলার ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার দুই শিশু সন্তান ৬ বছর বয়সী ফাতেমা ও সাত মাস বয়সী ওমর।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টা থেকে সকাল ১১টার মধ্যে কোনো এক সময় পারিবারিক কলহের কারণে ডলি বেগম তার দুই শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

২ শিশুর মৃত্যু আত্মহত্যা খুলনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর