Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক হাজার লিটার চোলাই মদসহ আটক ২, গাড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৪ ১৭:৪০

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে চোলাই মদসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মদবোঝাই একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা সদরের কৈবল্যপীট এলাকা থেকে এসব আটক করা হয়।

আটকরা হলো, মোবারক হোসেন ও নাসির উদ্দীন। তারা দু’জনই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হচ্ছে জানিয়েছে পুলিশ।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর রহমান জানান, পিকআপ ট্রাকে করে কৌশলে চোলাই মদ বহন করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। জেলা সদরের চেঙ্গী ব্রিজসংলগ্ন মহাসড়কের ওপর সন্দেহ হওয়ায় একটি মালবাহী একটি পিক-আপ দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে চোলাই মদের সন্ধান মেলে। পরে ৪০ লিটারের ২৫টি কনটেইনার ভর্তি এক হাজার লিটার মদসহ গাড়ির চালক, হেলপারকে আটক করা হয়। জব্দ করা হয়েছে গাড়িটিও।

বিজ্ঞাপন

ডিবি’র ওসি আরও জানান, পিকআপ ট্রাকে করে কনটেইনার ভর্তি চোলাই মদ ও উপরে ভূষি ভর্তি বস্তা বোঝাই করে একটি চক্র নিয়মিত চোলাই মদ চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পরিবহন করতো।

সারাবাংলা/এমও

গাড়ি জব্দ চোলাই মদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর