রেললাইনে হাঁটছিলেন, বুঝতে পারেননি পেছনে ট্রেন
স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ১৯:৩৪
২৮ জানুয়ারি ২০২৪ ১৯:৩৪
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। কিন্তু বুঝতে পারেননি পেছনে ট্রেন আছে।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমানের (৪০) বাড়ি ভোলা জেলায়। পেশায় তিনি নির্মাণ শ্রমিক বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। রেললাইন ধরে হাঁটার সময় পেছনে ট্রেন আসার বিষয়টি তিনি খেয়াল করেননি হয়তো।’
নিহতের লাশ ময়নাতদন্তের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/আরডি/পিটিএম