‘স্বতন্ত্ররা আমার বাম হাত, নৌকায় জয়ীরা ডান হাত’
২৮ জানুয়ারি ২০২৪ ২২:৫৬
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের স্বতন্ত্র হিসেবেই কাজ করার নির্দেশ দিলেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমার কোনো সমস্যা হবে না। কারণ এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। নৌকা প্রতীক নিয়ে যারা জয়ী হয়েছেন এরাও আমার, আর যারা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্বে আছেন, নৌকা চেয়েছিলেন, কিন্তু নৌকা পান নাই, তারাও আমার।
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে গণভবনের গেইটে সাংবাদিকদের এসব কথা জানান স্বতন্ত্র সংসদ সদস্যরা। পাশাপাশি সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়নে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়িত্ব অর্পণ করেছেন বলেও জানান তারা।
স্বতন্ত্র সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই চলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তোমরা আওয়ামী লীগেরই লোক, আওয়ামী লীগেই আছো। সুতরাং আমরা মনে করি যে, আমরা আওয়ামী লীগেই আছি। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদে আমরা ভূমিকা পালন করব।’
সংরক্ষিত নারী আসনের ব্যাপারে আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন? এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা স্বতন্ত্র সংসদ সদস্যরা (৬২ জন) মাননীয় প্রধানমন্ত্রীকে সংরক্ষিত নারী আসনের দায়িত্ব দিয়ে এসেছি। তিনি তার মতো করে সংরক্ষিত আসনে মনোনয়ন দেবেন।’ স্বতন্ত্র কোনো জোটের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
আরেক স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ বলেন, ‘দল থেকে আমরা নৌকা পাইনি। কিন্তু সবাই দলের বিভিন্ন পদে আছি, বিভিন্ন দায়িত্বে আছি। আমরা আওয়ামী লীগেরই লোক। স্বতন্ত্র হলেও অনেক জায়গায় দেখা যাচ্ছে, আমরা আওয়ামী লীগের বিভিন্ন পদে আছি। এলাকায় আমাদের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে। আমরা যেহেতু দলের মধ্যে আছি, সেহেতু আমাদের একত্রিত করা হোক।’
তিনি আরও বলেন, ‘উনি বলেছেন, স্বতন্ত্র হিসেবেই তোমরা কাজ করো। আমার এখানে কোনো সমস্যা হবে না। কারণ, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। নৌকা প্রতীক নিয়ে যারা জয়ী হয়েছেন এরাও আমার। আর যারা আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন, নৌকা চেয়েছিলেন, কিন্তু নৌকা পান নাই, তারাও আমার।’
সংরক্ষিত আসনের ব্যাপারে তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, আপনি যাকে যোগ্য মনে করেন, যাদের পরিবারের অবদান আছে, তাদের মূল্যায়ন করবেন। উনি একমত পোষণ করেছেন। যারা আওয়ামী লীগে শুরু থেকে আছেন, যাদের পরিবারের ত্যাগ আছে, তাদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে কথা বলেছেন।’
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু বলেন, ‘ঢাকা শহরে বিভিন্ন সমাবেশ করতে হয়। আমি ঢাকা মহানগর আওয়ামী লীগের সঙ্গে আছি। কিন্তু আমার গায়ে স্বতন্ত্র সিল রয়েছে। সেজন্য আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। বিভিন্নজন বিভিন্নরকম কথা বলছে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা আমার বাম হাত, আর দলীয় সংসদ সদস্যরা আমার ডান হাত। স্বতন্ত্ররা যেভাবে আছেন সেভাবেই থাকবেন। আপনারা বেশি সময় পাবেন সংসদে। দলীয় সংসদ সদস্যদের চেয়েও স্বতন্ত্ররা সংসদে বেশি অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।’
সারাবাংলা/এনআর/পিটিএম