চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলন শুরু ৭ ফেব্রুয়ারি
২৯ জানুয়ারি ২০২৪ ০০:০৮
চট্টগ্রাম ব্যুরো: ‘সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী সুনীল অর্থনীতির প্রসারে বিশ্বব্যাপী অংশীদারিত্ব বৃদ্ধি’- এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন। ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে এ সম্মেলন চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আব্দুল্লাহ আল জিদান। ‘চিটাগং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন’ (সিইউমুনা) আয়োজিত প্রতীকী জাতিসংঘ সম্মেলনের এবার অষ্টম আসর বসছে।
লিখিত বক্তব্যে সিইউমুনা’র মহাসচিব আবদুল্লাহ আল জিদান জানান, এবারের সম্মেলনে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের প্রায় ৪০টি প্রতিষ্ঠান থেকে তিন শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। অধিবেশনে সহযোগী সংস্থা হিসেবে সার্বিক সহায়তা প্রদান করছে জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং জাতিসংঘ বাংলাদেশ।
তরুণ শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে ১০টি কমিটিতে বিভক্ত হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। কমিটিগুলো হলো- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসিসি), জাতিসংঘ সাধারণ পরিষদ -১ (ডাইসেক), জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও), পেট্রোলিয়াম রপ্তানিকারক সংস্থা (ওপেক), আর্কটিক কাউন্সিল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি), জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (ইউএনইপি), বাংলাদেশ জাতীয় সংসদ, আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি)।
সংবাদ সম্মেলনে সংগঠনের উপ-মহাসচিব তারিক মনাওয়ার ও মহাপরিচালক ইসফাকুল কবির উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইসি/পিটিএম