ইবিএল নিরাপত্তারক্ষী খুন, মূল আসামি গ্রেফতার
২৩ মে ২০১৮ ১১:৪১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা সেনানিবাস এলাকায় ইবিএল এটিএম বুথের নিরাপত্তারক্ষী শেখ তহিদুল ইসলাম ওরফে নূর নবীকে হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-১ এর একটি দল।
বুধবার (২৩ মে) ভোরে তাকে গ্রেফতার করা হয়। র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র পুলিশ সুপার মিজানুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার ভোরে খুলনার সোনাডাঙ্গা থেকে রাসেল শেখকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে দুপুর ১টায় র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এরআগে ২১ মে সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের পাশের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী তাহেদুল ইসলাম নূর নবীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
গ্লোব সিকিউরিটি সার্ভিসের মার্কেটিং অফিসার জামাল হোসেন জানান, গত ৪ মাস আগে নূর নবী তাদের কোম্পানিতে চাকরি নেন। ক্যান্টনমেন্ট পোস্ট অফিস এলাকার ইবিএল এটিএম বুথে দায়িত্ব ছিল তার। ঘটনার রাতে সে ডিউটিতেই ছিল।
সারাবাংলা/ইউজে/এমএইচ