Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বিপর্যয়কে ‘লজ্জাজনক’ বলছেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৪ ০৯:১৬

খুলনার বিপক্ষে বাজেভাবে হেরেছে দুর্দান্ত ঢাকা

টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিটদের তালিকায় ছিল তাদের নামও। তবে মাঠের লড়াইয়ে এবারের আসরে বেশ হতাশ করেছে দুর্দান্ত ঢাকা। টানা তিন হারে ঢাকা এখন সাত দলের মাঝে ষষ্ঠ অবস্থানে। গত রাতে খুলনার বিপক্ষে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে হার মানতে হয়েছে ঢাকাকে। ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলছেন, দলের এমন বিপর্যয় লজ্জাজনক।

প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল ঢাকা। এরপর টানা তিন ম্যাচ হারল তারা। খুলনার বিপক্ষে ওপেনিংয়ে দুর্দান্ত এক জুটি গড়ে ৭৫ রান তুলেছিল ঢাকা, এগিয়ে যাচ্ছিল বড় সংগ্রহের দিকে। তবে নাটকীয় ধসে তাদের ইনিংস থেমেছে ১৩০ রানেই। শেষ পর্যন্ত এই রান আর ডিফেন্ড করতে পারেনি ঢাকা। ১০ উইকেট হাতে রেখেই ঢাকাকে হারিয়েছে খুলনা।

বিজ্ঞাপন

সুবিধাজনক অবস্থায় থেকেও দলের এমন হারকে মানতে পারছেন না মোসাদ্দেক, ‘এটার কোনও ব্যাখ্যা নেই। এটা লজ্জাজনক ব্যাপার। এমন শুরুর পর আমরা ১৮০-১৯০ রান হবে আশা করেছিলাম। সেখান থেকে ৫০ রানের মাঝে অলআউট হয়ে যাওয়াটা হতাশাজনক ব্যাপার।’

হারের দায়ভারটা ব্যাটার উপরই চাপালেন মোসাদ্দেক, ‘এমন শুরুর পর যদি এত অল্প রানে অলআউট হয় দল, তাহলে বোলারদের আর কিছু করার থাকে না। উইকেট ভালো ছিল, ব্যাটিং করা সহজ ছিল। এমন পরিস্থিতিতে আমরা ব্যাটিং করতে পারিনি।’

এবারের বিপিএলে মোসাদ্দেকের ব্যাট একদমই হাসেনি। ৪ ম্যাচে তিনি করেছেন মাত্র ১৬ রান। তবে এখনো ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে, ‘সবারই খারাপ সময় যায়। ভালো খারাপ সময় মিলিয়ে যায়। একটানা এমন খারাপ সময় যাবে চিন্তা করিনি। আমি নিজেও হতাশ। চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

টপ নিউজ ঢাকা বিপিএল মোসাদ্দেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর