রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মিত শহিদ কামারুজ্জামান হলের ছাদ ঢালাই দিতে ভেঙে গেছে সাটারিং। এতে আহত হয়েছেন অন্তত আটজন নির্মাণ শ্রমিক। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ করছে।
রামেক হাসপাতালে তিনজন শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে। তারা হলেন— চাঁপাইনবাবগঞ্জের আজাদুল ইসলাম (২৮), সিফাত (২২) গোদাগাড়ীর সিহাব (২৪)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০তলা বিশিষ্ঠ হল নির্মাণের কাজ চলছে। প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানকার সাটারিং ভেঙে গেছে। এতে ছাদে কাজ করা আটজন শ্রমিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, দুপুর সোয়া ১২টার দিকে সাটারিং ভেঙে পড়ে। এসময় সবাই আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে বোঝা যায় সাটারিং ভেঙে পড়েছে। নির্মাণ শ্রমিকদের চিৎকারও শুনতে পাওয়া গেছে। বেশ কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে পৌঁছায়। আহত শ্রমিকদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আহত নির্মাণ শ্রমিক সিফাত জানান, শহিদ কামারুজ্জামান হলের এক তলার ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। এসময় সাটারিং ভেঙে যায়। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে কেউ মারা গেছে কি না বলা যাচ্ছে না।
রাজশাহী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাদ ভেঙে পড়েছে এমন খবরে আমাদের টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার টিম কাজ করছে। তাদের রামেক হাসপাতালে নিয়ে যাচ্ছে হচ্ছে। তবে কতজন আহত হয়েছে তা এখন বলা যাচ্ছে না। উদ্ধার শেষে জানানো হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম বলেন, ছাদ ঢালাই শেষে সাটারিং ভেঙে গেছে। আহতদের উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে পরে জানানো হবে।