Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি— বিরোধীদলীয় নেতা

স্পেশাল করসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৪ ১৮:৫৪

জাতীয় সংসদ ভবন থেকে: সংসদ সদস্যদের সংখ্যার বিচারে বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, আসন সংখ্যার বিচারে এবার সংসদে শতকরা ৭৫ ভাগই সরকারি দলের। স্বতন্ত্র ২১ ভাগ। তাদেরও অধিকাংশ সরকার দলীয়। মাত্র তিন থেকে চার ভাগ শুধু বিরোধীদলীয় সদস্য।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথমদিনে স্পিকার নির্বাচনের পর নতুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানাতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।

বিজ্ঞাপন

১৯৯৬ সাল থেকে সংসদ সদস্য হিসেবে থাকার অভিজ্ঞতা বর্ণনা করে জি এম কাদের বলেন, ‘এই সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে। এ সংসদ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না।’ তারপরও সংসদকে কার্যকর করতে স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

স্পিকারের ডান দিকে সরকারি দল ও বাম পাশে বিরোধীদলের আসন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল দু’পক্ষই সামান হবে। একটা হলো সরকারি দল, আরেকটা হলো বিপক্ষ দল। তারা সংখ্যায়ও কাছাকাছি থাকবেন। তাহলে তাদের মধ্যে সমানে সমানে লড়াই হবে। নিজেদের মতামতকে প্রধান্য দিয়ে তর্ক-বিতর্ক, ঝগড়াঝাটি হবে। সংসদে জনগণের পক্ষে সিদ্ধান্ত হবে। কিন্তু তেমনটি হয়নি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, ‘জাতীয় সংসদ দল-মত সবার মিলনস্থল। সেখানে সরকারি দল একপক্ষ, বিরোধীদল আরেকপক্ষ। নির্বাচন পরবর্তী আসন সংখ্যায় শতকরা ৭৫ ভাগই সরকার দলের। ২১ ভাগ স্বতন্ত্র। তারাও প্রায় সরকার দলীয়। তিন থেকে চার ভাগ বিরোধীদলীয় সদস্য। সংসদে আসন বণ্টনে সিমিট্রিক্যালের অভাব হয়েছে। তাই এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যাবে না।’

বিজ্ঞাপন

লাল ও সবুজের জাতীয় পতাকার কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘যদি সরকারি দলকে লাল বলি তাহলে এ সংসদ সম্পূর্ণ লালময়। সবুজটা শুধু ছিটেফোঁটা। এই সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে। বর্তমান সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তা আশঙ্কার বিষয়। দুই অংশের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে, অর্থাৎ সংসদে সরকার ও বিরোধীদের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে সংসদ কার্যকর হিসেবে গণ্য হবে।’

সংসদকে কার্যকর ভূমিকায় পরিচালিত করতে কিছু দাবি তুলে ধরেন জিএম কাদের। তিনি বলেন, ‘বিরোধীদের মতামতকে সংসদে তোলার সুযোগ দেবেন। সংসদের ভারসাম্যের ত্রুটি কমানোর প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।’ এসব বিষয়ে স্পিকারের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জিএম কাদের টপ নিউজ বিরোধীদলীয় নেতা ভারসাম্য রক্ষা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর