Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৪ ২২:৪১

খুলনা: খুলনা মহানগরীতে বিএনপি এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) আসামিদের আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠান। এর আগে সোমবার (২৯ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন, খান জাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, খানজাহান আলী থানা বিএনপি কর্মী নজরুল সরদার, ২৩নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহাদাত হোসেন, খানজাহানআলী থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফারুক হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি কর্মী আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা বিএনপি কর্মী আব্দুল কাইয়ুম, মইনুল ইসলাম, ১৩নং ওয়ার্ড যুবদলের শাহিন পাটোয়ারী, ১৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এদিকে নতুন করে নগরীতে পুলিশের অভিযান ও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর বিএনপি।

এতে বলা হয়, অবৈধ সরকার একদলীয় শাসন কায়েমের মানসে কোনো কারণ ছাড়াই বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন শুরু করেছে। পুলিশ সদস্যরা দেশ ও দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে একটি লুটেরা, গণতন্ত্র হরণকারী অবৈধ সরকারের দলীয় মিশন সফল করতে সহযোগিতা করছে।

এ ধরণের অহেতুক অযথা বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, পরিবার পরিজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিটি ঘটনা বিএনপি মনে রাখবে। প্রতিটি অন্যায় কর্মকাণ্ডের বিচার এদেশের মাটিতে হবে। নেতৃবৃন্দ আগামীতে এ ধরনের হয়রানী কর্মকাণ্ড, বিএনপির গনতান্ত্রিক আন্দোলনে বাধাদান থেকে পুলিশ সদস্যদের বিরত থাকার আহবান জানিয়েছেন। একই সঙ্গে মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বিবৃতিদাতারা হলেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর