Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে লিটন-মাসুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে কায়সার আহমেদ (লিটন) ও সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান মাসুদ নির্বাচিত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি লুৎফর রহমান, মো. আলিমুল হক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান (মাসুদ), সহ-সাধারণ সম্পাদক নাদিম ইবনে মোস্তফা, গ্রন্থাগার সম্পাদক আসিফ আজাদ (রাতুল), সহকারী গ্রন্থাগার সম্পাদক মোছা. খাতুনে জান্নাত (বন্যা), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মুজাহিদ বিন রহমান (মিঠুন), কোষাধ্যক্ষ ওয়ালী উল্লাহ, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, সহকারী হিসাব নিরীক্ষক সাইফুল্লাহ তাড়াশী, নির্বাহ সংসদ সদস্য আমান উল্লাহ মন্ডল, হেদায়েতুল ইসলাম, রফিকুল ইসলাম সেলিম, এ.কে. এম হাসান ফারুক (রুমি), এনামুল করিম শাহীন ও রেজাউল বারী (রন্টু)।

বিজ্ঞাপন

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন বলেন, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে ৩৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

আইনজীবী জেলা টপ নিউজ নির্বাচন সমিতি সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর