Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় দায়ী ইরাকভিত্তিক জঙ্গিজোট’

আন্তর্জাতিক ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১০

গত সপ্তায় জর্ডানে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা দেশ। তবে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে, এ ঘটনার পেছনে রয়েছে ইরাকভিত্তিক একটি জঙ্গিজোট। এই জঙ্গিজোটের নাম ইসলামিক রেসিসট্যান্স ইন ইরাক। বুধবার (৩১ জানুয়ারি) হোয়াইট হাউজ এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, আমরা বিশ্বাস করি, জর্ডানে যে হামলাটি হয়েছিল সেটির পরিকল্পনা, রশদ যোগান এবং সহায়তা করেছিল ইসলামিক রেসিসট্যান্স ইন ইরাক নামে একটি জঙ্গি জোট। এই জোটে কাতাইব হিজবুল্লাহসহ একাধিক জঙ্গিগোষ্ঠী রয়েছে।

বিজ্ঞাপন

সাংবাদিকের প্রশ্নের জবাবে জন কিরবি এ ঘটনার জন্য শুধুমাত্র কাতাইব হিজবুল্লাহকে দায়ী করেননি। তিনি বলেন, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার জন্য এই একটি জঙ্গি সংগঠনই একা দায়ী নয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক হামলার পর ফিলিস্তিনে পাল্টা হামলা চালায় তেল আবিব। এর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করে অসংখ্য হামলা হচ্ছে। জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে হওয়া হামলাটি এর মধ্যে সবচেয়ে গুরুতর।

ড্রোন হামলায় নিহত মার্কিন সেনারা হলেন ৪৬ বছর বয়সী সার্জেন্ট উইলিয়াম রিভারস ক্যারলটন, ২৪ বছর বয়সী সার্জেন্ট কেনেডি স্যান্ডার্স এবং ২৩ বছর বয়সী সার্জেন্ট ব্রেওনা মফেট।

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার জন্য জঙ্গিজোটের পেছনে কলকাঠি নাড়ার জন্য অবশ্য ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এ ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি সরাসরি ইরানের ভূমিতে আঘাত হানবেন কি না তা নিয়ে দোটানা রয়েছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনার প্রতিশোধ হিসেবে ইরানে হামলা না চালিয়ে মধ্যপ্রাচ্যে তেহরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর উপর চড়াও হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

‘জনমের শোধ ডাকি গো মা তোরে’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর