Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিক ব্যাংক দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাদের হাইকোর্টে তলব


২৩ মে ২০১৮ ১৩:৩১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বেসিক ব্যাংক দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাদের তলব করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ মে বুধবার সব নথি নিয়ে আদালতে হাজির হতে বলা হয়েছে ওই আদেশে।

বুধবার (২৩ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও আড়াই বছরেও কেন শেষ হয়নি সেটি জানতে চেয়েছেন আদালত।

এ কারণে বেসিক ব্যাংকের অন্তত ৫৬ মামলার মধ্যে আসামি ফজলুস সোবহান, শিপার আহমেদসহ কয়েকজনের জামিন শুনানিতে দুদকের তদন্ত কর্মকর্তা সৈয়দ ইকবালসহ সব মামলার তদন্ত কর্মকর্তাকে বুধবার হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

সারাবাংলা/এজেডকে/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর