Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে আটতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪২

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর ডেমরা মাতুয়াইলে নির্মাণাধীন একটি ভবনের আটতলা থেকে নিচে পড়ে সোহাগ (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাতুয়াইল মুসলিমনগরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

সোহাগ ময়মনসিংহ কোতয়ালী গোষ্টা উত্তরপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি টাইলস মিস্ত্রির কাজ করতেন এবং ওই ভবনেই থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রফিকুল ইসলাম বলেন, তারা মাতুয়াইল মুসলিম নগরে একটি নির্মানাধীন দশতলা ভবনে কাজ করেন। সোহাগ টাইলস মিস্ত্রির কাজ করতেন। ঘটনার সময় সোহাগ সাততলায় টাইলস লাগানোর কাজ করছিলেন। হঠাৎ অসাবধনাবসত নিচে পরে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে স্থানীয় ইসলামীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

ডেমরা ভবন মৃত্যু রাজধানী শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর