বাংলাদেশে আসছেন ব্যাংক অব সিলনের চেয়ারম্যান
১ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২১
ঢাকা: বাংলাদেশে সেবা দিয়ে যাওয়া আন্তর্জাতিক ব্যাংক ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’র চেয়ারম্যান প্রফেসর এ কে ডব্লিউ জয়াবর্ধন বাংলাদেশ সফরে আসছেন। ২ ফেব্রুয়ারি ঢাকায় এসে পৌছাঁবেন তিনি। সফরকালীন তিনি বাংলাদেশে ব্যাংকটির ২০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেবেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে ডেপুটি চেয়ারম্যান শারহান মুহসিন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সানাথ মানাতুঙ্গে বাংলাদেশে আসবেন। চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সফরকালে সংশ্লিষ্টক্ষেত্রে অধিকতর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্য বিষয়ে আলোচনা করবেন।
এছাড়াও তিনি ব্যাংকটির শীর্ষস্থানীয় গ্রাহক, রেগুলেটরি কর্তৃপক্ষ এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম