Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়িগঙ্গা থেকে লালকুঠি দৃশ্যমান করতে কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৩

ঢাকা: বুড়িগঙ্গা নদী থেকে লালকুঠিকে দৃশ্যমান করতে নৌ পরিবহন মন্ত্রণালয়, দক্ষিণ সিটি করপোরেশন ও বিআইডব্লিউটিএ এর প্রতিনিধি নিয়ে ৬ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সরেজমিন পরিদর্শন করে কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কমিটি গঠনের বিষয়টি জানায় ডিএসসিসি’র জনসংযোগ বিভাগ।

এর আগে, বুধবার (৩১ জানুয়ার) ঐতিহাসিক লালকুঠি তথা নর্থব্রুক হলের সামনে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা নদীর অববাহিকা দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএ-কে নির্দেশনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মেয়র সে সময় গণমাধ্যমেকে বলেন, ‘এখানে বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান আছেন। আমি ওনাকে লালকুঠির সামনের অববাহিকা থেকে এসব স্থাপনা সরাতে বলেছি। এ বিষয়ে আমি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। ওনাদের কিছু খরচ আছে। কিন্তু আমরা বলেছি, ওনাদের খরচটা আমরা বহন করব। আসলে উদ্যোগের বিষয়ে ওনারা যদি উদ্যমী হন, তাহলে আমরা কাল থেকেই কাজ শুরু করতে পারব।’

লালকুঠির সামনের রাস্তায় পার্কিং দিয়েও দখল করে রাখা হয়েছে উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘আপনারা দেখেছেন, নদীর অববাহিকা দখল অবস্থায় আছে। আমরা আগে থেকেই বলেছি, তাদের এখানে যে সব অবকাঠামো, পন্টুন ও লঞ্চঘাট আছে সেগুলো সরিয়ে ফেলার জন্য। এ ছাড়াও আমাদের সামনের এই রাস্তাটা দখল করে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তাই আপনাদের মাধ্যমে আমি আবারও বলব, অবিলম্বে এই জায়গাটা খালি করে দিতে। এ স্থাপনার দুই সীমানার কোণা থেকে ৪৫ ডিগ্রিতে নদীর সীমানা আমরা নির্ধারণ করে দিয়েছি। সেটা হলে নদী থেকে সুন্দরভাবে স্থাপনাটা দেখা যাবে। রাতে প্রজ্জ্বলিত থাকবে। সবাই ঢাকাকে উপভোগ করবে।’

বিশ্ব ব্যাংকের অর্থায়নে পুরনো আদলেই এটি সংস্কার করা হচ্ছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘লালকুঠি আমাদের নিজস্ব ঐতিহ্যবাহী স্থাপনা। যেটা লর্ড ব্রুকের সময় ১৮৭৭ সালে নির্মিত হয়েছিল। এটি মূলত টাউন হল ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন তাকে এই ভবনেই সংবর্ধনা দেওয়া হয়েছিল। সুতরাং আমরা সেভাবেই গুরুত্ব দিয়ে লালকুঠিকে পূর্ণভাবেই আমরা সংস্কার করছি। এটি অত্যন্ত দুরূহ। আমরা এ স্থাপনার পুরনো ছবি দেখে সেই নকশা অনুযায়ী এটিকে সংস্কার করছি।’

সারাবাংলা/আরএফ/একে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বুড়িগঙ্গা লালকুঠি


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর