Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কার আন্দোলনে অপপ্রচার : আইসিটি মামলায় প্রতিবেদন ৪ জুলাই


২৩ মে ২০১৮ ১৩:৫১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর শাহবাগে কোটা সংস্কার আন্দোলনের সময় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক অপপ্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামি ৪ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (২৩ মে) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত থাকলেও এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।

মামলার এজহারে বলা হয়, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেইসবুক আইডি, পেইজ ও গ্রুপ, ইউটিউব, টুইটার, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ, ওয়েবসাইটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত উস্কানিমূলক অপপ্রচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারীদের মনিটরিং করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যানশাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। মনিটরিং শেষে ১১ এপ্রিল কাউন্টার টেরোরিজমের পুলিশ পরিদর্শক এস এম শাহজালাল রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর