নিজেদের শুরায়ে নিজাম দাবি করে সংবাদ সম্মেলন
২ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৩
গাজীপুর: নিজেদের শুরায়ে নিজাম দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তাবলীগ জামাতের একাংশ। ইজতেমার প্রথমদিনের আয়োজকদের যোবায়েরপন্থিদের আয়োজন বলে সম্বোধন না করতে অনুরোধ জানানো হয়। এ সময় তারা নিজেদেরকে শুরায়ে নিজাম দাবি করেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম গাজীপুর জেলা প্রশাসনের সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শুরায়ে নিজামের মুখপাত্র মুফতি আমানুল হক এ দাবি করেন।
শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথমপর্বে অংশ নিয়েছে দেশের প্রতিটি জেলা কয়েক লাখ মুসল্লি। গত কয়েক বছর যাবত নিজেদের মতবিরোধের কারণে বিশ্ব ইজতেমায় দুইটি পক্ষে বিভক্ত হয়ে যায়। একটি পক্ষে রয়েছেন বাংলাদেশের মাওলানা যোবায়ের অনুসারীরা ও অপরটিতে নিজামুদ্দিন মারকাজের মাওলানা সা’দ অনুসারীরা। তবে এবারের প্রথম পর্বে অংশ নিয়েছেন মাওলানা যোবায়ের অনুসারীরা।
সংবাদ সম্মেলনে শুরায়ে নীজামের মুখপাত্র মুফতি আমানুল হক বলেন, ‘আমরা কোনো পন্থি নই। আমাদের সঙ্গে তাদের মূল বিভক্তির কারণ হলো তারা (সা’দ অনুসারীরা) একজন ব্যক্তিকে মেনে চলেন। আমরা একটি জামাতকে মেনে চলি। যে জামাতের সকলে মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। আমরা যোবায়েরপন্থি নই। যোবায়ের সাহেবের মৃত্যুর পর আমাদের কার্যক্রম থেমে যাবে না। অপরদিকে আমাদের অন্য ভাইরা (সা’দপন্থী) যার অনুসারী তার অবর্তমানে তারা কী সিদ্ধান্ত নেবেন তারাই ভালো জানেন।’
তিনি আরও বলেন, ‘দাওয়াত ও তাবলীগের কিছু মৌলিক নীতিমালা যা মাওলানা সা’দ এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পরামর্শ ছাড়াই কিতাব চালু করেন। তিনি এককভাবে নিজেকে আমির দাবি করেছেন। তিনি ৮৬টি বিতর্কিত বিষয় উপস্থাপন করেছেন যার সঙ্গে আলেম-ওলামারা একমত হতে পারেননি। মাওলানা সাদ পোশাকের ধরন ভেদে নামাজ কবুল না হওয়ার বিষয়ে ফতুয়া দেন।’
‘আমরা বিশ্বাস করি ব্যক্তি নিরাপদ নয়, পরামর্শ নিরাপদ। দাওয়াত ও তাবলীগের কাজ একশত বছর যাবত চলে আসছে। তাবলীগের এই বিভক্তি শুধু আমাদের দেশে নয়, এটি সারাবিশ্বের মুসলিমদের মধ্যে ছড়িয়ে গেছে। তবে আমরা বিশ্বাস করি এক সময় তারা (সা’দপন্থী) তাদের ভুল বুঝতে পারবে এবং আমাদের সঙ্গে পরামর্শের সিদ্ধান্ত পোষণ করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মেজবাহ উদ্দিন, মাওলানা তারিক, ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানসহ অনেকে।
সারাবাংলা/একে