Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৩

ময়মনসিংহ: জেলার ভালুকা উপজেলায় অটোরিকশা ও মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালের উপজেলার উথুরা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ভালুকার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও তার ভাই মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)।

বিজ্ঞাপন

ভালুকা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজল হোসেন জানান, শনিবার সকালের দিকে অটোরিকশাটি হাতিবেড় থেকে ভরাডোবা বাজারের দিকে আসছিল। অটোরিকশাটি উথুরা বাজারে যেতেই বিপরিত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসমা ও শিরিন আক্তার মারা যান।

তিনি আরও জানান, এসময় নিহতের আরেক বোনসহ তিনজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সারাবাংলা/কেএম/এনএস

টপ নিউজ ময়মনসিংহ

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর