Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেকৃবি’তে বাসা বরাদ্দে অনিয়মের অভিযোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৪

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবিতে) শিক্ষকদের বাসা বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে । তবে অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষকদের বাসা বরাদ্দের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নিয়মঅনুযায়ী স্কোরিং এ এগিয়ে থাকা শিক্ষকদের দিয়ে থাকে। স্কোরিং এর ক্ষেত্রে প্রধানত জৈষ্ঠতা কে প্রাধান্য দেওয়া হয়। এ ছাড়াও কয়েকটি ক্যাটাগরি বিবেচনায় বাসা বরাদ্দ করা হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি বরাদ্দকৃত বাসার কিছু ক্ষেত্রে এ নিয়মের ব্যাত্যয় ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘আমি বারবার আবেদন করেও বাসা পাচ্ছি না, কিন্তু আমার জুনিয়র হয়েও অনেকে বাসা বরাদ্দ পেয়ে যাচ্ছেন। এখানে আমাকে বঞ্চিত করা হয়েছে।’

এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বাসা বরাদ্দের অনিয়মের অভিযোগ রয়েছে। তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিত ‘চন্দনা’ ভবনে বরাদ্দ দেওয়া হয়েছে চতুর্থ শ্রেণির কর্মচারীদের। ৩য় শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিত এই ভবনে অনেককে নিয়ম না মেনে বরাদ্দ দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

কর্মচারীরা অভিযোগ এনে বলেন, ‘পছন্দের কর্মচারীদের বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে কোনো সিনিয়রিটি মানা হয়নি। আমরা বঞ্চিত হয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের বাসা বরাদ্দ কমিটির সভাপতি অধ্যাপক ড. অলোক কুমার পাল বলেন, ‘শিক্ষকদের বাসা বরাদ্দের ক্ষেত্রে কোনো অনিয়ম করা হয়নি। প্রতিটি বাসায় স্কোর অনুযায়ী এগিয়ে থাকা শিক্ষকদের দেওয়া হয়েছে। সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরকেও নিয়ম অনুযায়ী বাসা বরাদ্দ পেয়েছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

বাসা বরাদ্দ বিশ্ববিদ্যালয় শেকৃবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর