Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহ শেষে কমবে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির আভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৯

ঢাকা: শীতের তীব্রতা অনেকটাই কমে গেছে। রাজধানী ঢাকায় তাপমাত্রা বাড়ায় হালকা গরম অনুভব হচ্ছে। এছাড়া দেশের গ্রামাঞ্চলেও শীতের তীব্রতা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে সপ্তাহ শেষের দিকে তাপমাত্রা আবারও কমতে পারে। পাশাপাশি বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের তেঁতুলিয়ায় সর্বনিম্ম তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, রোববার (৪ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, আগামীকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিনও শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সপ্তাহ শেষে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

বিজ্ঞাপন

এদিকে ঢাকাতে শীতের তীব্রতা অনুভব না করলেও গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ড ও খেপুপাড়ায় ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এনএস

আবহওয়ার পূর্বাভাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর